বগুড়ার শিবগঞ্জে ইসলাহুল উম্মাহ মাদরাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে “সু-শিক্ষা, সু-নাগরিক, দেশ প্রেম, সৃষ্টির সেবা ও স্রষ্ঠার ইবাদত” শ্লোগানে প্রতিষ্ঠিত কুরআন, হাদিস ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মুহাম্মাদ উরম ফারুক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ইসলামী জ্ঞান অর্জনে সহায়তা করে, সমাজের সাধারণ মানুষকে ধর্মীয় রীতি নীতি ও বিধি বিধান সম্পর্কে সচেতন করে তোলে, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করবে বলে আশা করি, একটি মোমবাতি যেমন, হাজারো মোমবাতি জ্বালাতে পারে তেমনটি এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেবে”।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম।
ইসলাহুল উম্মাহ মাদ্রাসার পরিচালক আবু হানিফ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাকিম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ওবাইদুর রহমান, মিজানুর রহমান, মোঃ জাহেদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, হাফেজ আনাস মাহমুদ, আতিকুর রহমান, মমতা বেগম, মুজাহিদ হাসান, মৌসুমী বেগম, মৌসুমী খাতুন, শামীমা আক্তার, রেশমা খাতুন, সোহানা আক্তার, রিতা আক্তার, শিউলী বেগম, নূসরাত জাহান, সায়িদা আফরিন, ঋতু খাতুন, সাংবাদিক খলিলুর রহমান, কামরুল হাসানসহ অত্র মাদ্রাসার ৫শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন