বগুড়ার শিবগঞ্জে গাক এনজিও’র বাংলা-সেপ কর্মসূচীর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এনজিও’র মার্কেট ওরিয়েন্টেড এগ্রিকালচার প্রমোশন প্রজেক্ট ফর স্মলহোল্ডার হটিকালচার ফামার্স থ্রট মাল্টি স্টেক হোল্ডার পার্টনারশীপ (বাংলা-সেপ) কর্মসূচির আওতাঁয় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার গুজিয়া গাক মডেল অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাইকার প্রশিক্ষণ ও প্রকল্প সমন্বয়ক ইকোসিবুয়া। এসময় উপস্থিত ছিলেন গাক এনজিও’র যুগ্ম পরিচালক হাসান আশরাফুজ্জামান কনক, প্রকল্পের সিনিয়র এগ্রিকালচার অফিসার ছানাউল হক, উৎপাদন ও ফসল বিশেষজ্ঞ মুশফিকুর ইসলাম, এগ্রিকালচার এ্যাসিস্টেন্ট অর্পিতা রায়, গাক এনজিও’র এরিয়া ম্যানেজার আতাউর রহমান, শাখা ব্যবস্থাপক আল হেলাল প্রমূখ।
প্রসঙ্গতঃ জাইকার অর্থায়নে শিবগঞ্জে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন