বগুড়ার শিবগঞ্জে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন
বগুড়ার শিবগঞ্জের মহাস্থান পূর্বপাড়া গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে মহাস্থানে রায়নগর ইউনিয়ন পরিষদ আয়োজনে এ উপলক্ষে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, জাপা নেতা খাইরুল ইসলাম খাজা, বাবুল ইসলাম প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন