বগুড়ার শিবগঞ্জে জাতীয় বীমা দিবসে উদ্বুদ্ধকরণ সভা
“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ প্রতিপাদ্য কে সমানে রেখে বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবসে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই সোহরাব হোসেন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর ইনচার্জ জহিরুল ইসলাম জুয়েল, আবু সাইদ হোসেন, রুবেল, জাকির, আসলাম, শাহ আলম, সাকিব, মোরসেদুল, কাজল, ছিদ্দিকা, শ্যামল প্রমুখ।
বীমা দিবসে রচনা প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে শিবগঞ্জ সরকারি এম.এইচ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হক, একই কলেজের সুমাইয়া আক্তার ফাতেমা ২য় ও শাকিলা খাতুন ৩য় স্থান অর্জন করেন।
মাধ্যমিক পর্যায়ে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. নুসরাত জাহান ১ম স্থান, একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তাসমিমা হোসেন তাম্মি ২য় ও ফাহমিদা ইয়াসমিন ৩য় স্থান অর্জন করেন।
এর আগে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন বিমা সংস্থা আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন