বগুড়ার শিবগঞ্জে দোকান চুরির ঘটনায় গ্রেফতার ৩
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/IMG_20220516_185550-810x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে দোকান চুরির মালামালসহ ৩জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার সকালের দিকে উপজেলার অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আটককৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর গ্রামের ফরহাদ ইসলাম হৃদয় (২২), ইসলাম আকন্দ (৩০) ও শামীম প্রামানিক (২৮)।
পুলিশ জানায়, উপজেলার চিকাদহ এলাকায় গৌড় চন্দ্র মোহন্তের লোহা লস্করের দোকানের টিন কেটে গত ৩০ এপ্রিল রাতে চুরি হয়।
এ ঘটনায় ৬৫ হাজার টাকার মালামালের বিবরণসহ থানায় মামলা করেন গৌড় চন্দ্র৷ পরে গোপনে অনুসন্ধানে চুরির বিষয়ের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়৷
এসময় তাদের দেয়া তথ্যমতে, ফরহাদ ইসলামের বাড়ি থেকে ৬ টি কুড়াল, ৫টি কোদাল, ৩ টি রুটি ভাজার তাওয়া, ১টি স্টিলের কড়াই ও চুরির কাজে ব্যবহৃত টিন কাটার কাঁচি সহ বিভিন্ন সরজমাদি উদ্ধার করা হয়৷
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য৷ আটকের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন