বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ৪২ঘন্টা পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/Picsart_22-06-13_21-24-08-391-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজের ৪২ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৬টার দিকে আচলাই গ্রাম থেকে ২কিলোমিটার দুরে রায়নগর ইউনিয়নের গাবলারদহ স্থান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গৌরী মোহন্ত (৯০) উপজেলার আচলাই গ্রামের যোগেস্বরের স্ত্রী।
শিবগঞ্জ থানার এসআই রুম্মান হাসান বলেন, সকাল ৬টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাবলারদহ স্থানে যেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শনিবার দুপুরে উপজেলার আচলাই গ্রামের কামারপাড়া (কাঁচারী বাজার) ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় গৌরী।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন