বগুড়ার শিবগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুল মোমিন (২৮) নামে এক ফায়ার সার্ভিসের কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তার বাড়ি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামেে। পেশায় তিনি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান।

আব্দুল মোমিন এর দ্বিতীয় স্ত্রী শাহানা বেগম অভিযোগ করেছেন, তাঁর স্বামী আব্দুল মোমিনকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেছেন, আব্দুল মোমিন এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে হত্যা না আত্মহত্যা। সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গতঃ গত ১৯ ফেব্রুয়ারী জয়পুরহাটের একটি আবদ্ধ ঘর থেকে সাংবাদিকদের সহযোগীতায় আব্দুল মোমিনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আব্দুল মোমিনকে জিম্মায় নিজ বাড়িতে নিয়ে আসেন তাঁর পিতা। ওই সময় রেকর্ডকৃত ভিডিওতে আব্দুল মোমিন আশংকা করে বলেছিলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হতে পারে।