বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যূকে ৫০হাজার টাকা জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/Shibganj-pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে ভূমিদস্যূকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপুর গ্রামের শিতলপাড়ায় একটি আবাদি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অপরাধে রাশিদুল ইসলাম এর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াবাড়ি সোবহানপরু গ্রামের এর ছেলে।
শিবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি হাকিম তাসনিমুজ্জামান বলেন, রাশিদুল র্দীঘদিন থেকে ঐ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমির মাটি বিক্রি করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে তাকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ি এ জরিমান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন