বগুড়ার শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকাল ৩টায় উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আব্দুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাস্টার তরিকুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, এমপি পুত্র তাজবীর শরীফ সাম্য, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিবলীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন