বগুড়ার শিবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহ প্রদান বিষয়ে ইউএনও’র প্রেস ব্রিফিং

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের ২য় স্তরে শিবগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৬টি পরিবারকে ভূমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে গতকাল বুধবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় এ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৬টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করবেন। সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠি, প্রতিবন্ধি, বিধবা,স্বামী পরিত্যক্তা নারী ও বৃদ্ধদের ঘর প্রদানে অগ্রধিকার দেওয়া হয়েছে।

উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, দৈনিক ভোরের দর্পণ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাংবাদিক আব্দুর রউফ রুবেল, দৈনিক ভোরের কাগজ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়, দৈনিক যায়যায়দিন এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, দৈনিক জয়যুগান্তর এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম রবি, দৈনিক মুক্ত সকাল এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়া, সাংবাদিক রশিদুল ইসলাম রানা, সাহাবুদ্দিন শিবলী, সোহেল রানা মিন্টু, আব্দুল বাকী, জাহেদুল ইসলাম প্রমুখ।