বগুড়ার শিবগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিকদলের আলোচনা সভা ও র‌্যালি

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন পহেলা মে। ১৯৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন।

ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিলো। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ১লা মে “মে দিবস” হিসাবে পালিত হয়ে আসছে।

এর ধারাবাহিকতায় রবিবার বগুড়ার শিবগঞ্জ থানা বিএনপি কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক এসএম তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর শ্রমিক দলের সভাপতি ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম এজাজ।

থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম.আর মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুমন আরাফাত, মিটু, আরিফুল ইসলাম, আরিছুন হক, আফতাব আলী, বেলাল হোসেন, বুলু মিয়া প্রমুখ।

পরে নিহত শ্রমিকদের মাগফিরাত ও শ্রমিকদলের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।