বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে, বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে আলোচনা সভা উপজেলা সভাপতি ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু, বগুড়া জেলা কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক,জেলা যুগ্ম সম্পাদক বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, যুবলীগ নেতা শাহাবুদ্দিন শিবলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা গণেশ কানু, সংগ্রাম মোহন্ত,শাকিল আহম্মেদ,আলী হাসান শুভ,সামিউল ইসলাম কায়েব প্রমূখ আলোচনা সভা শেষে র্যালী ও পরে কেক কর্তন করা হয়। এর পুর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে সরকারী কলেজ মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















