বগুড়ার শিবগঞ্জ ওরসের পরিবেশ স্বাভাবিক রাখতে মহাস্থানে মতবিনিময় সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মাজার কেন্দ্রীক ওরসের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভা অনুষ্ঠিত হয়।
মহাস্থান মাজার কমিটির আয়োজনে ও মাজার মসজিদ কমিটির সম্পাদক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে মাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহাস্থান একটি পবিত্র স্থান। মাজার কেন্দ্রীক ওসর উপলক্ষে এখানে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবেনা। কেউ অনৈতিক কোন কাজ করলে তাকে আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানের সভাপতি ইউএনও উম্মে কুলসুম সম্পা বলেন, ওরস উপলক্ষে মহাস্থানে নীতিবর্হিভূত কোন কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবেনা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার বলেন, ওরস উপলক্ষে কোন মাদক, জুয়া এবং অশালীন কাজ কেউ করলে তাকে ছাড় দেওয়া হবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি।
এসময় উপস্থিত ছিলেন মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, আলমগীর হোসেন লালু প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন