বগুড়ার শিবগঞ্জ থানার ওসি পরিবর্তন, দায়িত্ব নিলেন মুনজুরুল আলম
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/received_1229365674507530-435x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ মুনজুরুল আলম।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। ইতিপূর্বে তিনি জয়পুরহাট পুলিশ লাইন্স এ কর্মরত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ মুনজুরুল আলম বলেন, ইতিপূর্বে আমি যশোর জেলার বাঘারপাড়া থানা ও বাগেরহাটের রামপাল থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছি। তিনি আরো বলেন, শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার ৪ লক্ষ মানুষকে আইনী সেবা প্রদান সহ আইন শৃক্সখলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন