বগুড়ার সাবেক ইউপি চেয়ারম্যানের ৬ বছরের কারাদণ্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-10.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৪) সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জোবাইদুর রহমান ওরফে গামা (৫২)।
তিনি বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান। বাগবাড়ী তালুকদারপাড়া গ্রামে তাঁর বাড়ি। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলাটি হয়েছিল।
মামলার বাদী নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান তালুকদার টুটুল। তাঁরও বাড়ি বাগবাড়ী গ্রামে। তাঁর বাবা প্রয়াত মাহফুজুর রহমান তালুকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মামলার সাজাপ্রাপ্ত আসামী ও বাদী দুজনেই সর্বশেষ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ভোটের ফলাফলে দুজনেই পরাজিত হন।
মামলার সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে আসামী জোবাইদুর রহমান একটি আপত্তিকর ভিডিও ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেটি জিয়াউর রহমানের ভিডিও বলে প্রচার করতে থাকেন। মিথ্যা ওই ভিডিও দেখার পর মামলা করেন জিয়াউর।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার পর পুলিশ অভিযোগপত্র দিলে বিচারকাজ শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামীকে দোষী সাব্যস্ত করা হয়।
আসামীকে তিনটি ধারায় ৩ বছর, ২ বছর ও ১ বছর করে মোট ৬ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও জানান, প্রতিটি ধারাতেই কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে তাঁকে জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জিয়াউর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন