বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে ৫জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
মৃতঃ ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার আব্দুল জলিল, রমজান আলী, আকরামুল হক, শাজাহানপুর উপজেলার আব্দুল মান্নান ও ধুনট উপজেলার ইদ্রিস আলী। এ পাঁচজনই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে এ জেলায় করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫২টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯৭৩ জন।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১২ হাজার ৬৯৫ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৭৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন