বগুড়ায় দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান র্যাবের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/201449_bangladesh_pratidin_Bogra.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়া সদরের কলোনীতে মূক-বধির বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ করেছেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি।
সোমবার বিকেলে র্যাব-১২ বগুড়া ক্যাম্প কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে বগুড়া সদরের কলোনীতে মূক-বধির বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
শিক্ষা সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-১২, সিরাজগঞ্জ সহঅধিনায়ক মেজর মো. মশিউর রহমান, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, বগুড়া মূক-বধির স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন