বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের বুজরুক বড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি এলাকার আল আমিন (২৯) ও একই এলাকার বিপ্লব হোসেন (৩২)। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রেজাউল করিম জানান, শুক্রবার সকালে বুজরুক বড়িয়া এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যায়। শুক্রবার সকালে ট্রাকটি মেরামতের কাজ চলছিল। ওই সময় অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটি মেরামত করতে আসা এক মেকানিকসহ তার সহকারী মারা যায়।
ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন । ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন