বগুড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/IMG_20210628_153953.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় পৃথক পৃথকভাবে মাদক বিরোধী ২টি অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার দু’জনের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক মামলাসহ ১১ টি মামলা চলমান রয়েছে।
সোমবার দুপুরে গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। এ
র আগে রোববার বিকেলে ধুনট উপজেলার হুকুম আলীর মোড় থেকে ১ কেজি গাঁজাসহ আব্দুর রাজ্জাক শেখ (৪০) নামে একজন গ্রেফতার করা হয়।
একই দিন রাতে পৃথক অভিযানে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ রুবেল খলিফা (৩৫) নামে যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রাজ্জাক শেখ ধুনট উপজেলার মাটিকোড়াচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সামাদ শেখ।
আর রুবেল খলিফা সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নিজুরী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রতন খলিফা।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতার দুজনের বিরুদ্ধে ধুনট ও শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। সোমবার দুুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন