বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিহত কারও পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন হোসেন জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী শাওন পরিবহণের বাস মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন মারা যায়। গুরুতর আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। লাশ চারটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। বাসের চালকও এই থানায় আটক রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন