বগুড়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/11/ধর্ষণ-rape-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় বিয়ের প্রলোভনে এক তরণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ এপ্রিল) রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই তরুণীর মা।
অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার ভাটকান্দি মধ্যপাড়ার আব্দুল মাজেদের ছেলে মিলনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগে বলা হয়, মিলনের সঙ্গে ওই তরুণীর (১৬) পরিচয় ছিল। ১৭ জানুয়ারি দুপুরে তরুণীর বাবা-মা না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে মিলন। এরপর মাঝে মাঝেই পূর্বের ধর্ষণের কথা বলে জিম্মি করে আরও কয়েকবার ধর্ষণ করে। এরপর গত ২৬ ফেব্রুয়ারি রাত ১১টার সময় বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার করে। এতে বাড়ির লোকজন ছুটে যায়। এ সময় মিলন পালিয়ে যায়।
পরে ২৫ এপ্রিল বগুড়া সদর থানায় তরুণীর মা অভিযোগ দায়ের করেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন