বগুড়ায় ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা; গ্রেফতার ২
বগুড়ায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধায় শিবগঞ্জ উপজেলার আটমুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ থানার আটমুল ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ফজলু হাজীর ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও আটমুল গ্রামের নওফেল আলী মন্ডলের ছেলে জাকারিয়া মন্ডল (৩২)।
গ্রেফতার দুজন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউট সোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে এলাকার লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্রও দিয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যে ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। প্রতারকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন