বগুড়ায় মাদ্রাসার শিশুশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/FB_IMG_1624994805837.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জের মাঝপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী স্বাধীন শেখ (৭) হত্যা মামলায় সোমবার বেলতলী হাফেজিয়া মাদ্রাসায় অধ্যক্ষ (মুহতামিম) শহিদুল ইসলামকে (২৭) সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা সিআইডি বগুড়া ক্যাম্পের পরিদর্শক ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাধীন শেখ বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী মাঝপাড়া গ্রামের শাহ আলম শেখের ছেলে। সে স্থানীয় বেলতলী হাফেজিয়া মাদ্রাসায় মক্তব বিভাগে আবাসিক প্রথম শ্রেণির ছাত্র ছিল। ১৬ জানুয়ারি সন্ধ্যায় পড়ার সময় শিশুটি বাথরুমে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন সকালে মাদ্রাসার পাশে গাংনই নদীর তীরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় শিশুর বাবা শিবগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
প্রথমে শিবগঞ্জ থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত করতে সিআইডি পুলিশ বগুড়া ক্যাম্পকে নির্দেশ দেন। ময়নাতদন্ত রিপোর্টে স্বাধীনকে শ্বাসরোধে হত্যার কথা উল্লেখ থাকায় সিআইডির দক্ষতায় মামলার সন্দেহজনক আসামী হিসেবে মাদ্রাসাটির মুহতামিমকে গ্রেফতার করে জিজ্ঞাবাদান্তে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তা পরিদর্শক ফুয়াদ রুহানি গণমাধ্যমকে জানান, গত সোমবার মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলামকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন