বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/bogurarab-2106291130.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা, তিনটি মুঠোফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতার দুজন হলেন নাটোর জেলার সিংড়া উপজেলার মৃত আব্দুল কাদেরের ছেলে মাহবুব আলম (২৮) ও গাইবান্ধা জেলার সদর উপজেলার মইনুল ইসলামের ছেলে নাইম ইসলাম (২১)।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকা থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন