বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বাকৃবিতে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/BAU-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাকৃবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রæত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রবিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোকাবহ আগস্টের পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন, শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎপত্তি হয়েছে। দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে এবং অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে একদল লোক এধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে।
এছাড়াও বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রæত রায় কার্যকর করার দাবি জানান। একইসাথে নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন হলের শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন