বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সূর্যদ্বয়ের সাথে সাথে কোরআন খতম শুরু হয়।
কোরআন খতম করেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের হাফেজরা।
কোরআন খতম শেষে জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অসহায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ইব্রাহীম খলিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন