বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙ্গামটিতে মানববন্ধন
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙ্গামটিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি রুহুল আমিন, হাজী মোঃ কামাল উদ্দিন, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিতা দেওয়ান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মের নাম দিয়ে দেশে ষড়যন্ত্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্থিত্ব। তাই এইসব উগ্র মৌলবাদী গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রæত দৃষ্টান্তম‚লক শাস্তির ব্যবস্থা করা লাগবে।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। ৭১ এর অপশক্তি এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানের স্বপ্ন দেখছে তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। মানববন্ধন থেকে বক্তারা অনতিবিলম্বে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তথাকথিত মাওলানাদের দেয়া উস্কানীমুলক বক্তব্য প্রত্যাহারের আহবানও জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন