বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও বিক্ষোভ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/12/Tala-Pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের তালা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের তালা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দীন জোয়াদ্দারে সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপঁড়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুর হক,অমল ঘোষ, মোড়ল আবু বক্কর, মোহম্মাদ আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য থাকা সত্বেও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিকল্পিতভাবে ভাঙচুর করায় এবং দেশকে অস্থিতিশীল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী দোষরদের গ্রেফতারের জোর দাবি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন