বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ; শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সম্প্রীতি বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ আগস্ট) সকালে শিবালয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখা আহবায়ক অধ্যক্ষ মো. আবদুর রউফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সম্প্রীতি বাংলাদেশ এর উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম (পিপি), সম্প্রীতি বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রফেসর অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, প্রফেসর বদর উদ্দিন আহাম্মদ, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহা ও সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার সদস্য সচিব ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন