বঙ্গবন্ধুর ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে তার ১০০ দুর্লভ ছবির ২৫ দিনব্যাপী প্রদর্শনী শুরু হবে ঐতিহাসিক ৭ মার্চ থেকে।
বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে (৩৭-০৭ ৭৪ স্ট্রিট. দু’তলা) এ প্রদর্শনী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন অপরাহ্ন ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
প্রদর্শনী দেখতে হলে এপয়েন্টমেন্ট নিতে হবে নির্ধারিত নম্বরে ফোন করে। এ প্রদর্শনীর সমন্বয়কারী হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং বিশ্বজিৎ সাহা।
কিউরেটর ওবায়দুল্লাহ মামুন এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শুভ রায়।
নিউইয়র্কে মুক্তধারার এই কর্মসূচিতে মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ, সাপ্তাহিক বাঙালি এবং আজকাল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন