বঙ্গবন্ধু পরিষদ, ইবি শাখায় আহ্বায়ক কমিটির অনুমোদন

বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবর রহমান।

সোমবার(৩ জুন) কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক ৩১ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান মনোনীত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে মনোনীত হলেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মামুনুর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়াজিং বিভাগের অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়াজিং বিভাগের অধ্যাপক ড. মো. ইব্রাহিম আব্দুল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধঞ্জয় কুমার, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়াজিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সাদাত, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ-আল-মাসুদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়াজিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ ও সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এম. এম. নাসিমুজ্জামান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, ফোকলোর স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোস্তাফিজুর রহমান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো: রবিউল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সাহিদা আখতার, ফাইন আর্টস বিভাগের প্রভাষক মো: ইমতিয়াজ ইসলাম এবং প্রভাষক অনিন্দিতা হাবিব।

নবনির্বাচিত সদস্যসচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।

আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, বঙ্গবন্ধু পরিষদে আগে দুইটি ভাগ ছিল আমরা কেন্দ্রের সাথে কথা বলে এটাকে ঐক্যবদ্ধ করেছি। তিনমাসের মধ্যে আমরা পূর্নাঙ্গ কমিটি প্রদান করবো। বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাবো। সেইসাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।