বঙ্গবন্ধু মেডিকেলের ১৩৮ চিকিৎসককে পুনর্বহালের নির্দেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৩৮ জন চিকিৎসককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

একই সঙ্গে যে সময়টা তারা চাকরিচ্যুত ছিলেন সে পুরো সময়টায় তারা বিনা বেতনে কর্মে ছিলেন বলে গণ্য করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

১১ বছর আগে নিয়োগপ্রাপ্ত এই চিকিৎসকদের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে পাঁচটি আপিলের শুনানি শেষ করে রোববার এই আদেশ দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

গত ১৭ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষ হয়, আদেশের জন্য আজকের দিন ধার্য ছিল।