বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীর সাক্ষাৎ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।
সোমবার বিকাল বেলা পৌনে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তিনি ওই হাসপাতালের কেবিনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মামলা সংক্রান্ত বিভিন্ন আইনি বিষয়ে এ সময় এ জে মোহাম্মদ আলী চেয়ারপারসনের সঙ্গে পরামর্শ করেন বলে জানা গেছে। সাক্ষাতের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন খালেদা জিয়ার আরেক আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গঠন করা হয় ৫ সদস্যের মেডিকেল বোর্ড। খালেদা জিয়া ওই হাসপাতালের ছয়তলার ৬১২ নম্বর ভিআইপি কেবিনে অবস্থান করছেন। এর আগে ৪ অক্টোবর বিএনপি নেত্রীকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর নির্দেশ দেন হাইকোর্ট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন