বঙ্গবন্ধু-শেখ হাসিনার চেয়ে আমার ছবি বড়, এটা লজ্জার!
ব্যানার-ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে নিজের ছবি বড় দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
.
ওবায়দুল কাদের বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে আমি যত ব্যানার-ফেস্টুন দেখলাম, তাতে খুবই লজ্জা হয়। আমার ছবিকে বড় করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছোট করে ছাপানো হয়েছে। এটা আমাকে কষ্ট দেয়, আমি লজ্জিত হই।’
এসময় নেতাদের ফুল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এতো ফুল দেয়ার কি আছে? আমি তো দেখলাম একেকজন ৫-৭ বারও ফুল দিচ্ছেন আমাকে!’
এসময় নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল। কিন্তু মনে রাখবেন- তাদের সঙ্গে আরেকটি দল আছে- জামায়াতে ইসলামী।’
তিনি বলেন, ‘তারা (জামায়াত) এখন নিবন্ধিত দল নয়। নির্বাচনে তাদের ভোট বিএনপির সঙ্গে যোগ হবে। তাহলে দুর্বল ভাবার কোনো কারণ নেই। সমর্থনের দিক থেকে তারা (বিএনপি) পিছিয়ে নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে এখনই মানুষের কাছে যান। আর মাত্র ১০ মাস পর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা মানুষকে ভালোবাসুন, ভুলত্রুটি করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান।’
জেলা আওয়ামী লীগ সভাপতি মুইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন