বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৯ বছরের বাঘিনীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/04/image-33943-1522597127.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১৯ বছর বয়সী এক বাঘিনীর মৃত্যু হয়েছে। রোববার সকালে বার্ধক্যজনিতসহ বিভিন্ন কারণে ওই বাঘিনী পার্কের ভেতর মারা যায়।
পার্কের কর্মকর্তা মো. মোতালেব হোসেন জানান, সুন্দরবন থেকে উদ্ধার হওয়া ওই বাঘিনীকে কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়। পরে সেখান থেকে ২০১৩ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে ওই বাঘিনী বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে ভুগছিলো। রোববার সকালে ওই বাঘিনী মারা যায়।
মোতালেব আরও জানান, ২০১২ সালে সুন্দরবন থেকে বেরিয়ে একটি বাড়ির ঘরে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা ওই বাঘিনীকে ঘরের ভেতর আটকে রাখে। পরে বন বিভাগের লোকজন বাঘিনীর পেছনের ডান পায়ের অর্ধেক কাটা অবস্থায় উদ্ধার করে। মারা যাওয়া এ বাঘিনীর বয়স হয়েছিল প্রায় ১৯ বছর। একটি বাঘ স্বাভাবিক অবস্থায় ১৪ থেকে ১৫ বছর বেঁচে থাকে।
ময়নাতদন্ত শেষে বাঘিনীর চামড়া রেখে পার্কের ভেতর মাটিচাপা দেয়া হয়েছে। বর্তমানে গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের সংখ্যা ১০টি বলে জানান এই কর্মকর্তা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন