বঙ্গোপসাগরে ডুবে গেলো ফিশিংবোট, ৩ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে বুধবার (২৯ সেপ্টম্বর) সকালে ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতদের বাড়ি বরগুনার পাথরঘাটায়।
মঙ্গলবার সকালে সাগরে ফিশিংবোট ডুবিতে ঐ জেলেরা মারা যায়।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি ও পাথরঘাটার মতস্য ব্যবসায়ী গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফিশিংবোট এফবি আল্লার দান ১৪ জন জেলেসহ সাগরে ডুবে যায়।
ডুবে যাওয়া বোটের মালিক পাথরঘাটার আ. রাজ্জাক মিয়া। সাগরে ভাসমান জেলেদের অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও তিনজন জেলে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ জেলেদের লাশ বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।
মৃত জেলেরা হচ্ছেন, সরোয়ার (৩০), ইব্রাহিম (৩৫), মনির (২৮)। এদের বাড়ি পাথরঘাটায় বলে মোস্তফা চৌধুরী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন