বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি: ১২ নাবিক জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের উদ্ধার করা হয়।
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ নাবিক নিখোঁজ হন।
এর পরপরই উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড। টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সময় নিউজকে জানিয়েছেন উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনীর সদস্যরা।
এর আগে সময় নিউজকে নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, জাহাজটি কী কারণে ডুবেছে, সেটি কেউ জানতে পারেনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে নৌবাহিনীকে জানানো হয়। ভাসানচরের কাছে নৌবাহিনীর যে জাহাজ ছিল, সেটা দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।
কিছুক্ষণ পর জাহাজের ১২ নাবিক জীবিত উদ্ধার হওয়ার খবর জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন