বছরের প্রথম শিলাবৃষ্টি নেত্রকোনায়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/শিলাবৃষ্টি.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে নেত্রকোনায়।
মঙ্গলবার (০৯ মার্চ) ভোরে পৌর শহরসহ কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি দেখা দেয়।
ঝড়ো হাওয়ার সঙ্গে ঝরে পড়া শিলাবৃষ্টিতে গাছে আসা আমের মুকুলসহ কিছু সবজির ক্ষয়ক্ষতি হলেও বোরো ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান।
তিনি জানান, আমের মুকুল ঝরেছে এই শিলাবৃষ্টিতে। তবে ফসলের ক্ষতি হয়নি। ফসলের যে দুধ সময়টা থাকে সেটা পার হয়ে যাওয়ায় কোনও সমস্যা হয়নি।
এ ছাড়াও সবজিরও প্রায় শেষ সময়। যে কারণে ভয়ের কিছু নেই। যতটুকু হয়েছে আংশিক ক্ষতি হয়েছে। বড় ধরনের ক্ষতি হয়নি। আমের মুকুলও যেগুলো ঝরেছে অনেক গাছে আবার নতুন মুকুল ধরবে বলেও জানান কৃষিবিদ মো. হাবিবুর রহমান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন