‘বজরঙ্গি ভাইজান’: কেমন আছে সেই ছোট্ট মুন্নী ?
সালমান খান। তার অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের জুলাইতে। সিনেমাপ্রেমীরা আর কিছু মনে না রাখুক ছোট্ট মুন্নীকে ভুলতে পারেনি। দুরন্ত অভিনয়ের জন্য দর্শকদের মন কেড়ে নিয়েছিল ছোট্ট ‘মুন্নী’। কবির খানের সিনেমায় পাকিস্তানি মুসলিম শিশুকন্যার ভূমিকায় অভিনয় করেছিল সে।
সেই ‘মুন্নী’ এখন বেশ পরিণত। সম্প্রতি সে ১১তম জন্মদিন পালন করেছে। তার জন্মদিন পালনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে। মুন্নীর প্রকৃত নাম হারশালি মালহোত্রা। তার নামে ইনস্টাগ্রাম ও ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। সেখানে নিয়মিত কাজের আপডেট দেয় এই শিশু অভিনয়শিল্পী।
১১তম জন্মদিনে হারশালি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফ্যান-ফলোয়ারদের আমন্ত্রণ জানিয়ে জন্মদিনের কেক কাটার ভিডিও শেয়ার করেছে। এছাড়া মাঝেমধ্যে স্কেটিং, নাচের ভিডিও, সুইমিং পুল ও বিজ্ঞাপনচিত্রের ভিডিও শেয়ার করে। ইনস্টাগ্রামে তার আছে ২ লাখ ৩৪ হাজার অনুসারী। আর ফেসবুকে আছে ১৫ লাখ ৫২ হাজারের বেশি লাইকার।
জানা গেছে, হারশালিকে অর্জুন রামপালের সঙ্গে খুব শীঘ্রই ‘নাস্তিক’ সিনেমায় দেখা যাবে। একটি মাত্র সিনেমায় অভিনয় করেই বলিউডের অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী হারশালি। ‘মুন্নি’র ভূমিকায় অভিনয়ের জন্য সে একাধিক পুরস্কারও অর্জন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন