বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই আহত, অভিযুক্ত বড় ভাই আটক
নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো আজিজুল ইসলাম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত কিনার উদ্দিন মন্ডলের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ বছর ধরে জায়গা জমি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আজিজুল হক তার নিজ বাড়িতে ইটের সীমানা প্রাচীরের কাজ করছিলো।
হঠাৎ মো তোফাজ্জল হোসেন তার কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে আজিজুল ইসলামের সীমানা প্রাচীরের মধ্যে ঢুকে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া শুরু হয়। একপ্র্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় বড় ভাই তোফাজ্জল (৬০) ধারালো হাসুয়ার আঘাতে ছোট ভাই আজিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আহত আজিজুলের ছেলে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের জায়গা ভোগদখল করে খাচ্ছে আমার বড় চাচা তোফাজ্জল হোসেন। জমিতে কাজ করতে গেলেই সে হুমকি দেয় আমাদের মেরে ফেলবে। এবং সে কখনো কখনো নিজেকে মুক্তিযোদ্ধা বলেও দাবি করে। কিন্তু মুক্তিযোদ্ধার লিষ্টে তার কোন নাম এবং কাগজ পত্র নেই।
তবে এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন বলেন, আমি কাউকে মারিনি। বরং ওদের লোকজন নিয়ে আমার উপর হামলা চালিয়েছে। আপনার পক্ষের কেউ আহত হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কেউ আহত হয় নি। তবে ওখানে ইট মারামারি চলছিল। কার ইট লেগে সে আহত হয়েছে,সেটা আমি বলতে পারবনা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বড় ভাইকে গতকাল কে আটক করে আজকে কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন