বদলগাছী খাদ্য বান্ধব ডিলার নিয়োগ এবং বাতিল কান্ডে বিপাকে উপকারভোগীরা

নওগাঁর বদলগাছীতে নিয়োগ দেওয়া ডিলারকে বাতিল করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ নীতিমালা অনুসারে নিয়োগ দেওয়ার পাঁচ দিনের মাথায় আবার বাতিল করলেন খাদ্য বান্ধব কমিটির সভাপতি মাহাবুব হাসান। তার যোগসাজশে বাতিল করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এর প্রতিবাদে নিয়োগপ্রাপ্ত ডিলারসহ সর্বস্তরের জনগণ উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তারা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে তারা ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার কার্যালয় ঘেরাও করতে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

এর আগে গত সোমবার ১৮ নভেম্বর খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা: সাবরিন মোস্তারীর স্বাক্ষরিত নোটিশে নিয়োগ বাতিলের বিষয়টি জানতে পারেন সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলাররা। এরপর তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে যান উপজেলার ৭ হাজার ৭ শত ৫৫ জন উপকারভোগী।

সদ্য নিয়োগ পাওয়া ডিলার তরিকুল ইসলাম হালিম, আজাদুল ইসলাম, ইমাম হোসেন, ওবাইদুল ইসলাম ও সাজ্জাদসহ অন্যান্য ডিলাররা বলেন, অভিযোগের প্রেক্ষিতে গত ৭ নভেম্বর আগের ডিলার বাতিল করে দেন খাদ্য বান্ধব কর্মসূচি কমিটি। এরপর নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ৬৬ জন আবেদন করেন। তারমধ্যে ত্রুটিযুক্ত ২৭টি আবেদন বাতিল হয়।

পরে ৩৯ টি আবেদনের মধ্যে নীতিমালার আলোকে সরেজমিনে গিয়ে যাচাইবাছাই শেষে ১৫ জনকে ডিলার নিয়োগ দেওয়া হয়। এবং ১২ নভেম্বর উপজেলায় নোটিশ বোর্ডে টানানো হয়। এবং শতভাগ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে ইউএনও’র বক্তব্য দিয়ে নিউজ প্রকাশিত হয়। এরপর আমরা ১৬ নভেম্বর টাকা জমা দেওয়ার জন্য খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে গিয়ে অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। পরের দিন ইউএনও’র কাছে গেলে তিনি ঝামেলা আছে বলে জানান।

এরপর হঠাৎ করে জানতে পারি আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। মাত্র পাঁচ দিনের মাথায় আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাহলে কেন নিয়োগ দেওয়া হলো আবার কেন বাতিল করা হলো। এই তালবাহানা করার উদ্দেশ্য কি? তারা অভিযোগ করে বলেন, খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও ইউএনও মাহাবুব হাসানের যোগসাজশে ও অবহেলার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।

উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা: সাবরিন মোস্তারী মুঠোফোনে বলেন, যারা নিয়োগ পায়নি এবং ছাত্রসমাজের অভিযোগের প্রেক্ষিতে জেলা কার্যালেয় পাঠানো হয়েছিল। উনারা আরও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাতিল করেছেন। এবং আমাদেরকে লটারির মাধ্যমে নিয়োগ দিতে বলেছেন।

এদিকে উপকারভোগী সিদ্দিক, হেলাল, বাচ্চুসহ অনেকে জানালেন আমরা প্রায় দুই মাস থেকে কোনো চাল পাচ্ছি না। বর্তমানে বাজারে চালের অনেক দাম। আমরা গরীবরা ওই চাল পেলে অনেক উপকার হয়। কারো তালবাহানার খেসারত আমরা উপকারভোগীরা দিতে যাব কেন?

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, জেলায় অভিযোগের ভিক্তিতে নিয়োগ টি স্থগিত করা হয়েছে। তারা পুন:তদন্ত করে ডিলার নিয়োগ করার নির্দেশনা দিয়েছে। যাচাই-বাছাই ত্রুটি বা কাদের অভিযোগে নিয়োগ বাতিল হলো জানতে চাইলে তিনি বলেন, উপজেলা এবং জেলায় অভিযোগের ভিক্তিতে নিয়োগ স্থগিত করা হয়েছে।