বন্দুকের গুলিতে তিউনিসিয়ায় ৯ পুলিশ নিহত
তিউনিসিয়ার আলজেরিয়া সীমান্তে সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে দেশটির ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিএপির বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরা।
আলজেরিয়া সীমান্তে রোববার এ ঘটনা ঘটেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
টিএপি’র প্রতিবেদনে বলা হয়, রোববার জেনদুবা অঞ্চলের গার দিমাউ ইউনিট পুলিশের একটি দল নিয়মিত টহল দেয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলে চরমপন্থি জঙ্গিরা সক্রিয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যে কারণে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলা দেশটিতে বিরল নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন