বন্ধু কুবির রক্তদাতা সম্মাননা ও বর্ষপূর্তি উদযাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদানকারী সংগঠন বন্ধু কুবি-র ৭ম বর্ষপূর্তি উদযাপন, রক্তদাতা সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ধারাবাহিকভাবে কুইজ প্রতিযোগিতা, র্যালি, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু কুবির সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শক ড. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, কুমিল্লা জেলাসহ অন্যান্য জেলার বিভিন্ন স্কুল কলেজে যোগাযোগ করে তাদের কোনও রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন থাকলে সেগুলো বন্ধু কুবি-র সাথে যুক্ত করার চেষ্টা করতে হবে। এছাড়া কারা সর্বোচ্চ রক্তদান করেছে তার পাশাপাশি যে প্রথমবার রক্ত দিয়েছে তাকেও পুরস্কৃত করা উচিত। কারণ এতে নতুনরা রক্তদানে উৎসাহী হবে।
অনুষ্ঠানের সভাপতি রাসেল মাহমুদ ভুঁইয়া বলেন, বন্ধু প্রতিষ্ঠাকালে অনেক কঠিন সময় পার করলেও এখন কাজ করা অনেকটা মসৃণ হয়েছে। সংগঠনের ডাটাবেইজ রাখার জন্য আমাদের একটি কম্পিউটার হলে সুবিধা হবে, আশা করি প্রশাসন আমাদের সে ব্যবস্থা করে দিবে।
উল্লেখ্য, ‘বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সংগঠনটি গত ৬ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন