বন্ধ করে দেওয়া হল ভারত-চীন সীমান্ত
বন্ধ করে দেওয়া হল ভারত-চীন সীমান্ত। শুক্রবার ভারত ও চিন সংলগ্ন সীমান্ত বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। ৭২ ঘণ্টার জন্য এই সীমান্ত বন্ধ থাকবে। তবে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক নীতির জন্য নয়। নেপালের ভারত-চিন সীমান্ত বন্ধ হচ্ছে নেপালের জাতীয় নির্বাচনের জন্য।
২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর , এই দু’দফায় জাতীয় ও আঞ্চলিক নির্বাচন হবে নেপালে। এরমাধ্যমেই জাতীয় ও আঞ্চলিক সরকার গড়বে হিমালয়ের কন্যা। ২৬ নভেম্বরের নির্বাচন ৩২টি জেলা এবং ৭ ডিসেম্বর নির্বাচন হবে ৪৫টি জেলাতে। কাঠমাণ্ডুতে নির্বাচন দ্বিতীয় পর্বে। গোটা নির্বাচন প্রক্রিয়া সামাল দিতে ৩ লক্ষ নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে।
গত ২৭ বছরে ২৫টি সরকার এসেছে নেপালে। কিন্তু, ১৯৯০ সালের পর একটি পার্লামেন্টও পূর্ণ মেয়াদ শেষ করেনি। দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবার বদ্ধপরিকর নেপাল। এবারের নির্বাচনে তাই ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রাক্তন প্রধানমন্ত্রী – কে পি শর্মা ওলি, পুষ্প কমল দহল এবং শের বাহাদুর দেওবা। লক্ষ্য একটাই জনপ্রতিনিধিদের সরকার গড়া। শুধু তাই নয়, এর মাধ্যমেই সম্পূর্ণরূপে ফেডারেল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে দক্ষিণ এশিয়ার এই দেশটি। -কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন