বন্ধ করে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে আসায় ৭দিন পর বন্ধ করা হলো বাঁধের ১৬টি জলকপাট। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮ টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সব কটি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারলে নিন্মাঞ্চল প্লাবিত হয়। একই সঙ্গে পানি বিপৎসীমায় পৌঁছায়। এসব কারণে গত ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরবর্তিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খুলে দেয়া হয়।

তিনি জানান, বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় কাপ্তাই হ্রদের পানির স্তর কমছে, তাই গেট বন্ধ করে দেয়া হয়েছে। আর খোলা হবে কিনা সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

কাপ্তাই লেকে বর্তমানে পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল আছে। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।