বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণে টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য ত্রাণ বোঝাই একাধিক গাড়ি বিটিসিএল থেকে শুক্রবার (২৪ জুন) রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেন। এসব ত্রাণসামগ্রী সুনামগঞ্জের সবচেয়ে দুর্গত শাল্লা উপজেলায় বিতরণ করা হবে।
বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন, জেডটিই বাংলাদেশ’র এমডি ভিনসেন্ট, বিটিসিএল মহিলা কল্যাণ সমিতির চেয়ারপার্সন, সাধারণ সম্পাদক এবং বিটিসিএল’র ডিএমডিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, এর আগে মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে খালিয়াজুরিতে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। সবচেয়ে দুর্গত এই উপজেলার প্রতিটি ইউনিয়নে ও দুর্গত গ্রামে শুকনো খাবার পৌঁছানো হচ্ছে।
ইতিপূর্বে টেলিযোগাযোগ বিভাগ হাওড় এলাকায় ফিক্সড ফোন, মোবাইল নেটওয়ার্ক ও জরুরি সেবা হিসেবে স্যাটেলাইট হাব স্থাপন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন