বন্যাদুর্গত মানুষদের আর্থিক সহায়তা দিলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা

বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে দেশের মানুষ। ব্যক্তি উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ও সংগঠনের উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে টাকা, খাদ্য, বস্ত্র, সুপেয় পানি ও অন্যান্য সামগ্রী। সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত ব্যক্তিদের কাছে।

এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত মানুষদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জেলার স্বনামধন্য কলেজ, শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগষ্ট) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলামের হাতে নগদ ১ লক্ষ ৩২ হাজার ৭ শত টাকা তুলে দেন।

প্রত্যেক বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা টাকা উত্তোলন করে শিক্ষকদের হাতে দেন। পরে শিক্ষকরা আরও ১ লক্ষ টাকা দিয়ে মোট ১ লক্ষ্য ৩২ হাজার ৭ টাকা দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর শাহ্ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, রবিউল ইসলাম, আকরাম, রাশেদ রায়হান, সোয়াইব, রাব্বি, সুজন, সাঈদ, পঙ্কজ, মবিন, রিফাত প্রমুখ।