বন্যার্তদের পাশে সেনাবাহিনী
উত্তরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। নতুনভাবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ে প্রয়োজনীয় স্পীডবোট ও উদ্ধার সামগ্রী নিয়ে কাজ করছেন তারা। এছাড়াও পূর্বে মোতায়েনকৃত দিনাজপুর, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুরে সেনাসদস্য ও উদ্ধার সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে।
বুধবার(১৬ আগস্ট) আইএসপিআর এর পক্ষ থেক পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় বন্যার্তদের সাহায্য করতে এ পর্যন্ত ২৯ প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনা ও বাঁধ রক্ষার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান শুরু করেছেন তারা।
বন্যা আক্রান্ত এলাকা থেকে দুই হাজারেরও অধিক মানুষকে উদ্ধার, বিপুল পরিমাণ গবাদি-পশু ও গৃহস্থালি সামগ্রী উদ্ধার করেছেন সেনাসদস্যরা। সৈয়দপুর ও গাইবান্ধায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে চলেছেন সেনারা।
সেনাবাহিনী নিবিড়ভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও বন্যা দুর্গত এলাকায় যে কোন ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন