বন্যার্তদের সহযোগিতায় উদ্ভুদ্ধকরনে নীহার’র কথায় সাজুর গান
শাহজাদা সেলিম রেজা, বিনোদন প্রতিনিধি: দেশের নওগাঁ জেলা সহ উত্তরবঙ্গ বন্যার পানিতে ডুবে আছে। পানিবন্দি হয়ে লক্ষ-লক্ষ মানুষ জীবন যাপন করছেন। ফসল ও গবাদি পশুসহ মূল্যবান অনেক কিছুই বন্যায় ভেসে গেছে।
আর এই চরম দুর্ভোগের সময়ে সরকারি সাহায্য সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়ে একটি উদ্বুদ্ধকরণ গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক সাজু।
‘নওগাঁ এখন ডুইবা আছে/বানের পানিতে/ দুহাত বাড়াই চলো যারা/আছি ঢাকাতে’ এমন চমৎকার কথাগুলো মনের মাধুরি মিশিয়ে লিখেছেন তরুণ গীতিকার নীহার আহমেদ। সুর করেছেন এ. আর. সারোয়ার ও সঙ্গীতায়োজন আসিফ সারোয়ার।
গত ২০ আগস্ট মগবাজারের মিউজিক রেইন নামক একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হেয়েছে। ২১ শে আগস্ট সন্ধ্যায় গানটি কণ্ঠশিল্পী সাজু’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন