বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
নুরজাহান স্মৃতি, বাকৃবি প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপ-উপাচার্যের সম্মেলন কক্ষে সোমবার এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রোক্টর, ট্রেজারারসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপ-উপাচার্য মহোদয় কর্তৃক গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ মাননীয় প্রদানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ বন্যা দূর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসাবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাউল, চিড়া , চিনি ,আলু) , গোখাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট ,্ঔষধ ইত্যাদি সামগ্রী সরাসরি দেওয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন (বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট) এবং শিক্ষার্থীরাও নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তার উদ্যোগ নিচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন